sliderস্থানীয়

মহাকবি কায়কোবাদের ৭১তম মৃত্যুবার্ষিকী

নবাবগঞ্জ প্রতিনিধি :আজ ২১ জুলাই বৃহস্পতিবার মহাকবি কায়কোবাদের ৭১তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৫১ সালে ২১ জুলাই মৃত্যুবরণ করেন। ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মহাকবি কায়কোবাদ।
কায়কোবাদ কবির সাহিত্যিক নাম হলেও তার প্রকৃত নাম কাজেম আল কোরেশী। তার পিতার নাম শাহমত উল্লাহ আল কোরেশী।
মাত্র ১৩ বছর বয়সে ১৮৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ‘বিরহ বিলাপ’ প্রকাশ হলে বাংলা সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়।
১৯০৪ সালে তার মহাকাব্য মহাশ্মশান প্রকাশ হলে তিনি মহাকবি উপাধি লাভ করেন। কবিতা লেখার পাশাপাশি তিনি দীর্ঘদিন নিজ এলাকা আগলা ডাকঘরে চাকরি করেছেন।
১৯২৫ সালের ২ সেপ্টেম্বর ‘নিখিল ভারত’ সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদ কাব্যভ‚ষণ ও সাহিত্য-রত্ন উপাধিতে ভূষিত তিনি।
ছাত্রজীবন থেকেই কবির কাব্যচর্চা শুরু হয়। অশ্রুমালা, অমিয় ধারা, প্রেমের ফুল, প্রেমের বাণী, গাওছ পাকের প্রেমের কুঞ্জসহ তার বহু সংখ্যক কবিতা রয়েছে।
মহাকবির মৃত্যুবার্ষিকীতে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ পরিবার গভীর সম্মান ও শ্রদ্ধা জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button