
সৌদি আরবের সব মসজিদে মাইকে আজান প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন মোহাম্মদ আল সুহাইমি নামের দেশটির এক সাংবাদিক। এতে তোপের মুখে পড়েছেন তিনি। আর ওই দাবি তিনি জানিয়েছেন, সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন এমবিসিতে।
এমবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আল সুহাইমি বলেন, উচ্চস্বরে আজান বয়স্ক লোক ও শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করে। একই সময়ে বহু মসজিদের মাইকে আজান প্রচারিত হলে জনগণের অসুবিধা হয় এবং শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
এছাড়া মসজিদের সংখ্যাও কমাতে বলেছেন মোহাম্মদ আল সুহাইমি। এমন বিতর্কিত দাবিতে সুহাইমির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদির মুসলমানরা। তারা ওই সাংবাদিকের শাস্তির দাবিও করেছেন।
সৌদির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় তার ওপর লেখালেখি এবং যে কোনো গণমাধ্যমের কার্যক্রমে যোগদানের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া তাকে একটি তদন্ত কমিটির মুখোমুখি হতে নির্দেশ দেয়া হয়েছে।