
কুড়িগ্রাম প্রতিনিধি : নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যুতে আজ (৫ আগস্ট) শনিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা চেয়ারম্যান উপজেলাবাসীর পক্ষে জনাব, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এবং আরও উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলার রিপোর্টার্স ক্লাবের সভাপতি জনাব, আশিকুর রহমান লিমন তিনি ও সমবেদনা প্রকাশ করেন।
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতের তালিকায় রয়েছেন মসজিদের মুয়াজ্জিনও।
রাজারহাট উপজেলা চেয়ারম্যান বাপ্পি বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা। রাজারহাট উপজেলাবাসীর পক্ষে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য, শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান। তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।এ ঘটনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে প্রথম মৃত্যু হয় জুয়েল নামের এক শিশুর। এরপর রাতে ও সকালে বাকিদের মৃত্যু হয়।