
তুরস্কের ইস্তাম্বুলের ‘আজিজ মাহমুদ হুদায়ী মস্ক’ নামক একটি মসজিদ। মসজিদটি ১৫৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। মসজিদটিতে দরিদ্র, নি:স্ব ও ক্ষুধার্তদের জন্য খাবারের ব্যবস্থাও রয়েছে।
মসজিদটির ইমাম মোস্তফা ইফি বলেন, ‘আমাদের দরজা সবার জন্যই খোলা। আমরা সব ক্ষুধার্তকেই খাওয়াবো। বাস্তুচ্যুত কিংবা উদ্বাস্তু সবাইকেই খাওয়াবো। এমনকি প্রাণীদেরও।আমরা স্রষ্টার সৃষ্টি কোনো প্রাণীকেই লাথি মারব না বা আঘাত করব না; যারা আমাদের দরজায় আসে।’
সূত্র : মিডল ইস্ট আই