sliderস্থানীয়

মশার কয়েলের আগুনে পুড়ে ছাই ৫ দোকান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়াতে মশার কয়েলের আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের জয়নাল মেম্বার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.ইব্রাহীম। তিনি বলেন, প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
স্থানীয়র বাসিন্দা জিল্লুর রহমান জানান, রাত ৩টার দিকে একটি মুদি দোকানে জালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই এর লেলিহান শিখা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়লে দোকানগুলোও পুড়ে ছাই হয়ে যায়। এতে জলিল স্টোর, আজহার স্টোর, রতন স্টোর, আমজাদ স্টোর,তাহসান ফার্মেসী সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে তাহসান ফার্মেসীর মালিক ডা.ইউসুফ বলেন, আমার দীর্ঘ দিনের প্রতিষ্ঠান। প্রায় ১৮লক্ষ টাকার মালামাল সহ প্রায় অর্ধকোটি টাকার উপরে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যা রিকভারি করার মত অবস্থা কারো নেই।
ফায়ার ফাইটার মো.ইব্রাহীম আরো বলেন, গভীর রাত হওয়ায় অনেকে গুমিয়ে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ১৮ লক্ষ টাকার মালামাল নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Related Articles

Leave a Reply

Back to top button