ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ ১৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দে সকাল ১১.০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি, ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, এমপি। এসময়ে প্রধান অতিথি ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থেকে ধোবাউড়া, হালুয়াঘাট, তারাকান্দা ও ঈশ্বরগন্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন। জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফখরুল ইমাম, মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৮, অ্যাডভোকেট জহিরুল হক, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।