sliderস্থানীয়

মন্দিরের জন্য জায়গা দান করলেন ছানা পাগলা

সোহেল রানা, মানিকগঞ্জ : চার ছেলে ও এক মেয়েকে নিয়ে টানাটানির সংসারে ততটা স্বচ্ছলতা না থাকলেও নিজের বাড়ির উঠোনের এককোণ থেকে মন্দিরের জন্য পাঁচ শতাংশ জায়গা অর্পণ করে দৃষ্টান্তমূলক নজির স্থাপন করেছেন কবিরাজ ছানা পাগলা। ছানা পাগলা মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার ২নং সিংর্জুী ইউনিয়নের বৈলতলা গ্রামের মৃত মাখল লাল শীলের ছেলে। নিজ বাড়ির উঠোনের এককোণ থেকে হিন্দু সম্প্রদায়ের কল্যানের জন্য দান করেছেন মন্দিরের পাঁচ শতাংশ জায়গা। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে শনিবার (২৩ জুলাই) বিকালে কবিরাজ ছানা পাগলার আঙ্গিনায় শ্রী শ্রী সার্বজনীন রক্ষাকালী মডেল নাট মন্দির নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘিওর উপজেলার ২নং সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এম আসুদুর রহমান (মিঠু) এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা শ্রীমতি রেখা রানী গুণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ”ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই মর্মে মানিকগঞ্জ জেলার মানুষ ধর্ম পরায়ন ও অসাম্প্রদায়িক। মানিকগঞ্জ জেলার মতন অন্য কোন জেলায় এমন সম্প্রীতি আছে কিনা আমি দেখিনি। এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে কাজ করে। সবাই সবার ধর্মীয় উৎসবগুলোতে অংশগ্রহণ করে এবং ধর্মীয় কাজে সহাযোগিতা করে। এ সময় সভাপতির বক্তব্যকালে ২নং সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, যেকোন ধর্মীয় কাজে সহযোগিতার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাই সিংজুরী ইউনিয়নের জন্য সামর্থ অনুযায়ী মন্দির মসজিদের উন্নয়নের জন্য যতটুকু সম্ভব তিনি সহযোগিতা করবেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. সুনীল কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক শ্রী তাপস রাজবংশী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঘিওর উপজেলা শাখার সভাপতি বাবু গোবিন্দ চৌহান প্রমুখ। কবিরাজ ছানা পাগলার বড় ছেলে ঘিওর উপজেলা জাতীয় যুব কাউন্সিলর কমিটির সদস্য সন্তোষ কুমার বিশ^াসের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবিরাজ ছানা পাগলার ছোট ছেলে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনের সহকারী পরিচালক সমিতির ও মন্দিরা মাল্টিমিডিয়ার চেয়ারম্যান পিন্টু বিশ^াস।

Related Articles

Leave a Reply

Back to top button