sliderস্থানীয়

মনিরামপুরে অভিনব সেবা কার্যক্রমে ডাঃ মোঃ মেহেদী হাসান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ জাতীয় পর্যায়ে রাষ্ট্রপতি স্বর্ণ পদকপ্রাপ্ত ও করোনা কালীন সময়ে সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালু রাখতে ফোনকলে সেবা দান, অক্সিজেন, মাক্স, অর্থ,খাদ্যসহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা প্রদানকারী ও যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনের বর্তমান সাংসদ আলহাজ্ব এসএম ইয়াকুব আলী এমপি এর ছোট ভাই ডাঃ মোঃ মেহেদী হাসান যশোর জেলার মনিরামপুর উপজেলার বাসিন্দা এবং চিকিৎসক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।

মনিরামপুরের সাড়ে ছয় লক্ষ মানুষের কথা চিন্তা করে দীর্ঘ দিন স্বপ্ন দেখতেন স্বল্প খরচে এ্যাম্বুলেন্স সেবা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দেওয়ার। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি “আমাদের এ্যাম্বুলেন্স” নামে একটি এ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন। যেটার মূল উদ্দেশ্য “মানবতার সেবায় সব সময় জনগণের পাশে থাকা। শুধু তেল খরচে এই সেবা
অব্যাহত রাখতে নিম্নের মূল্য তালিকা নির্ধারন করা হয়েছেঃ
মণিরামপুর-টু মণিরামপুর (যেকোন স্থান): ৩০০ টাকা।
মণিরামপুর-টু যশোর: ৬০০ টাকা।
মণিরামপুর-টু খুলনা :২,০০০ টাকা।
মণিরামপুর টু ঢাকা: ৭,০০০ টাকা।

২৪ ঘন্টা মনিরামপুরের মানুষের সেবায় নিয়োজিত এ্যাম্বুলেন্সের মোবাইল নাম্বার০১৭৬৬-৭১৫২৭৬ (Whatsapp) ও ০১৯২০-০৯০৩৫৬

এছাড়া মণিরামপুর উপজেলার কেউ মারা গেলে তাঁর ডেড বডি সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে পৌঁছে দেওয়া মতো কার্যক্রম চালু করা হয়েছে।
উল্লেখ্য ডা.মোঃ মেহেদী হাসান উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতা, পিছিয়ে পড়া অনাগ্রসর শ্রেণির লেখাপড়ায় উদ্ধুদ্ধ,শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সচেতনামূলক কার্যক্রমের সাথে দীর্ঘদিন যাবত নিজেকে নিয়োজিত রেখেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button