sliderশিক্ষাশিরোনাম

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে গণঅভ্যুত্থানে শহিদ-আহতদের স্মরণসভা

পতাকা ডেস্ক: চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ছাত্র ও গণঅভ্যুত্থানে শহিদ আসিফ ইকবালের বাবা এম. এ রাজ্জাক।

প্রধান অতিথি তার বক্তব্যে গণঅভ্যুত্থানে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেশের যেকোনো সংকটকালে ছাত্র-জনতা যেকোনো ত্যাগ স্বীকারে সব সময় প্রস্তুত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিগত সরকারের আমলে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের চাকরিচ্যুত, নানাভাবে হয়রানি, অন্যায়-অবিচার, অনিয়ম ও সীমাহীন আর্থিক লুটপাটের তীব্র নিন্দা জানান।

এর আগে তিনি অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাম্পাস ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয় নিয়ে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। ছাত্র ও অভিভাবকরা তাদের প্রতিষ্ঠানকেন্দ্রিক নানা সমস্যার কথা প্রধান অতিথিকে অবহিত করেন। তিনি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এ ব্যাপারে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। সর্বোপরি তিনি মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের মাধ্যমে এ শিক্ষাপ্রতিষ্ঠানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button