sliderস্থানীয়

মধ্যরাতে ভারতবিরোধী স্লোগানে উত্তাল নোবিপ্রবি

নোয়াখালী প্রতিনিধি: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

২ ডিসেম্বর (সোমবার) রাত ১১টায় শিক্ষার্থীরা নোবিপ্রবির আব্দুল মালেক উকিল হল থেকে স্লোগান দিয়ে মিছিল নিয়ে বের হয়ে পড়ে। একপর্যায়ে ভাষা শহীদ আব্দুস সালাম হলের শিক্ষার্থীরাও এ মিছিলে যোগ দেয়। পরে মিছিলটি নোবিপ্রবির শহীদ মিনার প্রাঙ্গণে গেলে শিক্ষার্থীরা সেখানে এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তৃতা দেয়।

শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীদের একজন বলেন, ‘আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে ভারতীয় আগ্রাসন রুখতে দিব, ইনশাআল্লাহ। ওরা যদি আমাদের সাথে প্রভুত্ব দেখাতে চায় আমাদের যার যা আছে তাই দিয়ে প্রতিহত করবো। আমরা তাদের আমাদের প্রভু হতে দেব না। তারা যদি আমাদের প্রতিবেশী হিসেবে থাকতে চায় তাহলে থাকেন। প্রভু হতে চাইলে রুখে দেব।’

শিক্ষার্থীরা আরো বলেন, ‘ভারত বাংলাদেশকে নিজস্ব গণ্ডিতে ভাবতে চেয়েছে। তারা আমাদের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছে। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরাতে সক্ষম হয়েছি। আমার দেশের স্বার্থে সকল ধরনের ফ্যাসিস্ট, হোক সেটা আমার প্রতিবেশী, হোক পৃথিবীর যেকোনো ক্ষমতাশালী দল তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে।’

এ সময় শিক্ষার্থীরা ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ভারতীয় আগ্রাসন, মানি না মানব না’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

Related Articles

Leave a Reply

Back to top button