বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বৃহস্পতিবার মধ্যরাতে একটি পিকআপ ভ্যান সড়ক ছেড়ে দোকান ঘরে ঢুকে পড়ে। এ ঘটনায় শওকত মোল্যা (২৫) নামে একজন নিহত হয়। পুলিশ পিকআপটিকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, রাত ২টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়গাঁ পুরন বাজার এলাকায় পিকআপ (ঢাকা মেট্রো ন ১৭-৯০৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে মিজানুর রহমানের টেইলার্সের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে বসে থাকা শওকত মোল্যা পিকআপের নিচে চাপা পড়ে। এলাকাবাসি উদ্ধার করে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় তার মৃত্যু হয়। নিহত শওকত আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন পিকআপটি জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।