ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আবারও ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে।
রবিবার সকাল পৌনে ১০টার পর সেখানে পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়।
নিউ মার্কেট ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ রইচ উদ্দিন জানান, বিস্ফোরণগুলো হয় প্রায় একই জায়গায়। ঘটনাস্থলে কালো টেপ মোড়ানো ছিন্নভিন্ন কিছু টুকরো পাওয়া গেছে।
এর আগে গত ২৬ ডিসেম্বর সকালে মধুর ক্যানটিনের সামনে একটি ককটেল পাওয়া যায়। পরে সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টা ৫৫ মিনিটে মধুর ক্যানটিনের সামনের তিন জায়গায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় বিকট শব্দ শোনা যায়।
তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ক্যাম্পাস বন্ধ রয়েছে। এর সুযোগ নিয়ে কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে নষ্ট করার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে।’