
বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের ৬ষ্ঠ নির্বাচন আগামীকাল মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একাডেমিক ভবন-০৩ এর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের গ্যালারী রুমে নির্বাচন কার্যক্রম সমপন্ন হবে। এতে ১৫ টি পদের জন্য প্রগতিশীল শিক্ষক সমাজ ও নীল দল থেকে ৩০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন এবং ১৫৩ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আওয়ামীপন্থী দুইটি প্যানেল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘প্রগতিশীল শিক্ষক সমাজ’ এবং ‘নীলদল’ এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার।
জানা যায়, মুক্তিযুদ্ধের চেতনায় ‘প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।
এদিকে, আরেক প্যানেল ‘নীলদল’ থেকে সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন সদ্য বিদায়ী সভাপতি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মো. ওয়াদুদুর রহমান (ড. তুহিন ওয়াদুদ) এবং সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানা এবং নির্বাচন কমিশনার হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং ইতিহাস ও প্রতœতত্ত¡ বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান।
নির্বাচনকে কেন্দ্র করে দুই দলই পৃথক পৃথক নির্বাচনী ইশ্তেহার ঘোষণা করেছেন। দু’দলের ইশ্তেহারেই শিক্ষক-শিক্ষার্থীবান্ধব শিক্ষা, গবেষণাসহ যাবতীয় অনুকূল ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন রুপকল্প নির্ধারণ করা হয়েছে। দু’দলের প্রার্থীই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।