sliderস্থানীয়

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দল এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো:লিটন উজ্জামান,কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়।

ভেড়ামারা ডাকবাংলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভেড়ামারা উপজেলা ও পৌর শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের মনিরুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহাজান আলী।

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র- জনতার যুক্তিক আন্দোলন ও গণঅভ্যর্থ শাহাদাত বরণকারীদের শহীদের স্মরণে এবং গণহত্যাকারী খুনি হাসিনা সহ তাদের দোসরদের বিচার করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা জামাল হোসেন। আরো বক্তব্য রাখেন, মো: আতিয়ার রহমান আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, কাইয়ম আহবায়ক জুনিয়াদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মো: রাজন আলী যুগ্ম আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, মো: আলাল হোসেন আহবায়ক মোকারিমপুর ইউনিয়ন প্রমুখ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সাংবাদিক লিটন

Related Articles

Leave a Reply

Back to top button