আগামী ৩১ ডিসেম্বর ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন’ ঘোষণা করতে যাচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা। ওইদিন বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেবেন তারা। শনিবার সন্ধ্যায় মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের। যিনি শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ঐতিহাসিক ৯ দফার ঘোষণা দিয়েছিলেন।
কাদের বলেন, আমরা অভ্যুত্থানের পর নানা কারণে প্রোক্লেমেশন ঘোষণার সময় সুযোগ পাইনি। এখন আমরা আগামী ৩১শে ডিসেম্বর ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন’ ঘোষণা করতে যাচ্ছি।
বিষয়টির ইঙ্গিত দিয়ে সরকারের উপদেষ্টাসহ ছাত্র নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। তারা সেখানে লিখেছেন, ‘কমরেডস নাও অর নেভার’।
আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একই ধরনের পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক রিফাত রশীদসহ আরো অনেকেই।
শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, ‘কমরেডস, নাউ ওর নেভার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোরনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘কমরেডস, ৩১ ডিসেম্বর! নাউ ওর নেভার।’
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, ‘৩১ ডিসেম্বর! শহীদ মিনার বিকাল ৩টা। এখনই সময়, বাংলাদেশের জন্য…’
সমন্বয়ক রিফাত রশীদ লিখেছেন, ‘অল আয়েজ ওন ৩১ ডিসেম্বর, ২০২৪। নাউ ওর নেভার।’
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘৩১ ডিসেম্বর ২০২৪ বিপ্লবীরা প্রস্তুত তো?’
আর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অল আয়েজ ওন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, সময় বিকেল ৩টা।’
৩১ ডিসেম্বর আসলে কী ঘটতে যাচ্ছে। কিসের ইঙ্গিত দিলেন সরকারের উপদেষ্টা ও ছাত্র নেতারা? পোস্টদাতারা স্পষ্ট করে এ বিষয়ে কিছুই জানাননি।