ভাড়ারিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুল হকের গণসংযোগ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাইফুল হক ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। প্রতিদিনই কর্মী সমর্থকদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণ সংযোগ ও ওঠান বৈঠক করছেন। প্রতিটি গ্রাম, বাজার মাঠ- ঘাটে নির্বাচনী আলোচনায় উঠে আসছে তার নাম।
ইউনিয়নবাসির উন্নয়ন ও বঞ্চিত মানুষের কল্যানে কাজ করতে চান এলাকার অত্যন্ত জনপ্রিয় মুখ তরুণ রাজনীতিবীদ সাইফুল হক । দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখেন সাইফুল হক। সদর উপজেলার ভাড়ারিয়া ইউপিতে নেতৃত্বের অভাবে অনেকটা উন্নয়ন বঞ্চিত বলে মনে করেন তিনি। আর তাই ভাড়ারিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান খান বিএনপি নেতা সাইফুল হক। সম্প্রতি ওই এলাকায় বিভিন্ন প্রান্তে জনমত যাচাইয়ে এমনি তথ্য পাওয়া গেছে।
মানিকগঞ্জ জেলা জাসাস এর নির্বাহী সদস্য ও সাবেক ছাত্রদল নেতা সাইফুল হকের এলাকায় রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ধানের শীষ প্রতীকে তাকে মনোনয়ন দিলে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বলে তিনি জানান।
এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সাথে আলাপকালে তারা জানান, সাইফুল হক একজন ক্লিন ইমেজের ব্যক্তি ও উচ্চ শিক্ষায় শিক্ষিত। গরীব দু:খীদের পাশে থেকে বাড়িয়ে দেন মমতা আর সহায়তার হাত। এছাড়াও তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড যথেষ্ট সুনামের। তাই তার মতো যোগ্য একজন চেয়ারম্যান প্রার্থীই চাচ্ছে ভাড়ারিয়াবাসী। সাইফুল হক খাবাশপুর আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ে বিদ্যুৎসাহী সদস্য এবং ৪ বারের ম্যানেজিং কমিটির কোয়াক সদস্য হিসেবে খাবশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
গতকাল সোমবার দিনব্যাপী বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতার্কমী ও এলাকার মুরুব্বীদের নিয়ে ভাড়ারিয়া ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে গণ সংযোগ করেন এবং তিনটি গ্রামের বৃদ্ধ, বৃদ্ধা, নারী-পুরুষ নিয়ে নির্বাচনী ওঠান বৈঠক করেন।
সাইফুল হক জানান, স্বজনপ্রীতি না হলে ধানের শীষ প্রতীক আমি বরাদ্দ পাবো। এলাকার সাধারন মানুষ আমাকে প্রচুর ভালবাসে। যদি বঞ্চিত মানুষের উন্নয়নে কিছু করতে পারি তবে নিজেকে ধন্য মনে করবো। মাদক আর নারী নির্যাতনের ব্যপারে এলাকার কাউকেই ছাড় দেবেন না তিনি। তার এ কথায় খুশির মাত্রা বেড়ে গেছে এলাকার প্রবীন মুরুব্বিদের।