
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী -পাকুন্দিয়া সংযোগস্থল পুলের ঘাটে ১৯শে অক্টোবর বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশে এমপি নূর মোহাম্মদ বিএনপিকে কটাক্ষ করে বলেন, ভাসুর দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। তিনি আরো বলেন বিদেশীরা আমাদের ক্ষমতায় বসাবে না। আওয়ামী লীগ জনগণের দল, তাদের শক্তি আছে বুদ্ধি ও বিবেক আছে, তারা শক্তি দিয়ে লড়াই করে আর বুদ্ধি দিয়ে জিতে। তাই ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামীলীগের ভাসুরের প্রয়োজন পড়ে না।
বিএনপি’র তারেক রহমান ও মীরজাফখরুল ভর করে আছে এবং ধারণা করে বসে আছে যে আমেরিকা, ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপিয় ইউনিয়ন তাদের পক্ষে কাজ করবে এবং বিএনপিকে তারাই ক্ষমতায় বসাবে।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধু যে আমাদেরকে স্বাধীনতা এনে দিলেন সেটা কি? আজ ফিলিস্তিনিরা বুঝে স্বাধীনতা কি জিনিস। যুদ্ধের মধ্যে তাদের জন্ম, আবার যুদ্ধের মধ্যেই তাদের বেড়ে ওঠা, তাই তারাই বুঝতে পারে স্বাধীনতা কি জিনিস। অপরদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গারা কি অবস্থায় আছে? তাদের ভাত খাওয়ার ঠিকানা নেই, ঠিকানা নেই থাকা খাওয়া ও কাজ করার। কাজেই তারা ও এখন বুঝে স্বাধীনতা কি জিনিস।
পরিশেষে তিনি সমস্ত রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। বর্তমানে তিনিই সেই দেশের উন্নয়নের রূপকার। তাই চলুন ওনার পতাকাতলে এসে উনার অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করার স্বার্থে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় বসাই।