
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৬ নভেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা এবং ১৭ নভেম্বর টাঙ্গাইলের সন্তোষের মওলানা ভাসানীর মাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন এবং মাজার প্রাঙ্গনে আলোচনা সভা।
রোববার সকালে নয়া পল্টন কার্যালয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির সভা শেষে কমিটির আহবায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান।
এ সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা রাশেদা বেগম হীরা, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক, তকদির হোসেন মো. জসিম, নুরুল ইসলাম খান নাসিম, আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন