মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই” এই স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জের বরেণ্য ব্যাক্তিত্ব ভাষা শহীদ রফিক স্বরণে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে মানিকগঞ্জ কর্ণার উদ্ভোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের লাইব্রেরীয়ান শেখ রুবেল এর সভাপতিত্বে ও জুনিয়র লাইব্রেরীয়ান হালেমা মুন্নীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের মান্যবর জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা। প্রধান বক্তা ছিলেন জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার আসিফ মাহতাব ও মো. মামুন হাওলাদার। মুখ্য আলোচনায় ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যাপক কাউসার ইবনে আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ যাদুঘর এর প্রতিষ্ঠাতা লেখক মো. আজাহারুল ইসলাম, লোকজ গবেষক মো. মোশাররফ হোসেন, লেখক ও গবেষক ড. মহিউদ্দিন জাহাঙ্গীর, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বেগম রোকেয়া গণ পাঠাগার এর নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ। কবিতা পাঠ করেন কবি আনিসুর রহমান খান আলিনুর, আজিজুর রহমান আখি, জয়া রানী সূত্রধর, শিপ্রা রানী সরকার, কল্পনা সুলতানা, স্বপ্না রানী সিংহ,তানিয়া আফরোজ,আবুল ওয়ারেশ পাশা,কবি জাকির প্রমুখ।
প্রধান অতিথি শহীদ রফিক স্মরণে মানিকগঞ্জের কবি ও সাহিত্যিকদের প্রতি বই পাঠ,বিশেষ করে শিশুদের নিয়ে গবেষণা ও বই লিখতে আহবান করেন। আলোচকরা আলোকিত মানুষ গড়তে শহীদ রফিক ও একুশের চেতনা ধারণ করে যুক্তিবাদী বিজ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের আহবান জানান।