sliderস্থানীয়

ভাষার মাসের প্রথম দিনে কাব্যগ্রন্থ বাংলার মুখের মোড়ক উন্মোচন

মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা : বরগুনার আমতলী প্রেসক্লাবের মমতাজ মিলনায়তনে বুধবার সন্ধ্যায় মোঃ দলিল আরশেদীর প্রথম কাব্যগ্রন্থ বাংলার মুখের মোড়ক উম্মোচন এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বইমেলা ২০২৩ উপলক্ষ্যে কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে সুরাইয়া চৌধুরী পাবলিকেশন্স।

কবি দলিল আরশেদী বলেন ছোটবেলা থেকেই এই অঞ্চলের প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে লেখার আগ্রহ তৈরি হয়। ছোটবেলা থেকেই লেখা শুরু করি কিন্তু সুযোগের অভাবে প্রকাশ করা সম্ভব হয়নি। সর্বশেষ আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সালেহর অনুপ্রেরণায় বই প্রকাশের আগ্রহ তৈরি হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, সাবেক সভাপতি শাহাবুদ্দিন পাননা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন আকন, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী মতিয়ার রহমান, কল্যাণ সম্পাদক সাফায়েত আল মামুন, সহ-সম্পাদক মহসীন মাতুব্বর, সদস্য নাসরিন শিপু, সংবাদকর্মী বায়েজীদ তালুকদার, মাহতাবুর রহমান সহ অন্যান্য গণমাধ্যম কর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button