ভালোবাসা বলতে বুঝি শুধুই তোমাকে। দাম্পত্য জীবনের অর্ধশত পেরিয়েও ভালোবাসার অটুট বাঁধনের উজ্জল দৃষ্টান্ত তারা। বয়সের ভারে ন্যুজ অসুস্থ স্বামী স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এমন আশায় হাস্পাতালের বেডে বুক বেঁধে আছেন স্ত্রী। মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে ছবি তুলেছেন- আব্দুর রাজ্জাক রাজ।