sliderখেলা

ভালোবাসায় সিক্ত সাফ ফুটবল গোল্ডেন বুট জয়ী আঁখি

অনুর্ধ্ব-১৫ এর চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়ার গোল্ডেন বুট জয়ী আঁখি আকতারকে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় সাংসদ, উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।
জানা যায়, আঁখি মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি শাহজাদপুর উপজেলার পাড়কোলা গ্রামে আসলে পুরো উপজেলা জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে। বাড়ি গিয়ে অনেকেই ফুলের শুভেচ্ছা জানান তাকে। এরই মধ্যে বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলা প্রশাসন তাকে শুভেচ্ছা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন।
তিনি ফুল দিয়ে আঁখিকে শুভেচ্ছা জানিয়ে তার উত্তর-উত্তর সফলতা কামনা করেন। তখন উপজেলাবাসীর পক্ষ থেকে আঁখিকে গণসংবর্ধনা দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
এসময় উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও হাসিব সরকার, ওসি খাজা গোলাম কিবরিয়া, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহুসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button