শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের টি ২০ বিশ্বকাপের জন্য ভারতে খেলতে আসছে। পাকিস্তান ক্রিকেট দলকে ভারত সফরের ছাড়পত্র দিল সে দেশের সরকার। ভারতীয় মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে।
পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নজম শেঠি শুক্রবার অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরি নিসার আলি খানের সঙ্গেদীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পর তিনি ভারত সফরে পাক দল যাচ্ছে জানিয়ে বলেন, শুক্রবার রাতে দুবাই হয়ে সেখান থেকে কলকাতা রওনা হওয়ার কথা পাক ক্রিকেটারদের।
ভারতের তরফ থেকে নিরাপত্তার পূর্ণ গ্যারান্টি, স্পষ্ট আশ্বাস মেলার পরই সফরের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি। শেঠি বলেন, দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা সব ক্রিকেট প্রেমীকে সুখবর দিচ্ছি যে, অভ্যন্তরীণ মন্ত্রক ক্রিকেট দলকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে। এও বলেন, নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনারও ভারতের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছেন।
এর পাশাপাশি নয়াদিল্লিতে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপও ওই বৈঠকের পর বিবৃতি দিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে আসা সব দলকেই পূর্ণাঙ্গ নিরাপত্তা দেয়ার কথা পুনরায় জানান। বলেন, পাক হাই কমিশনার আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আজ কথা বলেছেন। আলোচনা ইতিবাচক হয়েছে। স্বরাষ্ট্র সচিব তাকে জানিয়ে দিয়েছেন, উদ্বেগের কোনো কারণ নেই। যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
এদিকে পাকিস্তান দলের ভারতে পা রাখতে ছাড়পত্র মেলায় জটিলতার ফলে আজ শনিবারের পাক দলের গা ঘামানোর ম্যাচটি হতে পারছে না। তবে রোববার পাক দল শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটি খেলবে।
পিসিবি-র একটি সূত্র জানাচ্ছে, নিসার সরকারি সফরে সৌদি আরবে যাওয়া পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে কথা বলেন। সূত্রটি বলেছে, ভারতে পাক দলকে প্রতিটি মূহূর্তে নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হবে, এই মর্মে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন বলে শরিফকে অবহিত করা হয়। তারপরই তিনি সম্মতি দেন।
ভারতে নিরাপত্তাজনিত বিপদের শঙ্কা রয়েছে, তাই ভারত সরকারকে পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যাপারে লিখিত আশ্বাস দিতে হবে বলে পাক সরকার শর্ত দেয়ায় গত সপ্তাহ থেকেই আফ্রিদি বাহিনীর সফর ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ ছড়িয়ে পড়ে। এই শর্তের আবহে হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে ভারত-পাক ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতায়। কিন্তু তারপরও জট খোলেনি পাকিস্তানের অনড় অবস্থানের ফলে। তবে শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ গাজিয়াবাদে জানিয়ে দেন, ভারত চিরদিন বিদেশিদের নিরাপত্তার গ্যারান্টি দেয়। এ নিয়ে কোনও সংশয় থাকা উচিত নয়। ভারতে যিনিই আসুন, পূর্ণ নিরাপত্তা পাবেন। শুধু পাকিস্তান কেন, যেকোনো দেশের নাগরিকই ভারতে আসুন, নিরাপত্তা পান সবসময়। নয়াদিগন্ত