ইডেনকে তৈরি রাখার নির্দেশ দেয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে। সিএবি সূত্রের খবর ফোন করে একথা জানিয়েছেন স্বয়ং শশাঙ্ক মনোহর। ভারত-পাকিস্তান ম্যাচ কি তাহলে কলকাতায় হবে? এই নিয়েই চলছিল জল্পনা।
টি২০ বিশ্বকাপে এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে প্রথম থেকেই চলছিল নানা চাপানউতর। শেষ পর্যন্ত তার সুরাহা হল। শেষ পর্যন্ত কলকাতায় হচ্ছে এই ম্যাচ। ধর্মশালায় যে এই ম্যাচ করা সম্ভব নয় তা ইতিমধ্যেই প্রায় নিশ্চিত। রাজ্য সরকারের পক্ষ থেকে সমর্থন পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমন অবস্থায় পাকিস্তানের তরফে পুরো বিষয়টির তদন্ত করতে আসা দুই সদস্যের দলও সবুজ সঙ্কেত দিতে পারেনি। যে কারণে বেঁকে বসেছে পাকিস্তানও। এখনও ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু না জানালেও সব থেকে বেশি সম্ভবনা কলকাতারই। মঙ্গলবার বেশি রাতে পাকিস্তান দলের ভারতে আসা স্থগিত করা হয়েছে। দল, অফিশিয়াল, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত। বিসিসিআই-এর এক অফিশিয়াল জানিয়েছেন, ‘‘নিরাপত্তার দিক থেকে কলকাতাই সব থেকে ভাল জায়গা এই ম্যাচ করার জন্য। ম্যাচ প্রদর্শনের ক্ষেত্রেও সুবিধে হবে।’’
আইসিসি-র ফিক্সচার অনুযায়ী কলকাতায় শিবির করবে পাকিস্তান দল। যেখানে দুটো অনুশীলন ম্যাচ খেলবে তারা। বাংলা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। আজ বুধবার শহের পৌঁছে যাওয়ার কথা ছিল আফ্রিদিদের। এখান থেকে ১৭ মার্চ ধর্মশালা উড়ে যাওয়ার কথা ছিল তাঁদের। যদি ম্যাচ কলকাতায় চলে আসে তাহলে ২০ ১৯ মার্চ ভারতের সঙ্গে খেলার পরই ২২ মার্চ নিউজিল্যান্ড ম্যাচের জন্য মোহালি উড়ে যাবে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান বলেন, ‘‘হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পুরো নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। অন্যদিকে, ভারত সরকারের তরফেও আমাদের কোনও নিশ্চয়তা দেয়া হয়নি। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা প্লেয়ারদের ওখানে খেলতে পাঠিয়ে ঝুঁকি নিতে পারব না।’’সূত্র : আনন্দবাজার পত্রিকা /নয়াদিগন্ত