ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত ৭

ভারত শাসিত কাশ্মিরে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় শনিবার এক বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সৈন্য ও পাঁচ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছে।
প্রতিরক্ষা মুখপাত্র এন এন জোশি বলেন, ভারত শাসিত কাশ্মিরের প্রধান নগরী শ্রীনগ থেকে ১৩০ কিলোমিটার (৮০মাইল) উত্তরপশ্চিমে অবস্থিত সীমান্তবর্তী একটি গ্রামে উভয় পক্ষের মধ্যে এই প্রচণ্ড বন্দুকযুদ্ধ হয়। এতে ৭ জন নিহত হয়েছে। শুক্রবার সরকারি বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালালে ১৬ ঘণ্টা স্থায়ী এই বন্দুকযুদ্ধ ঘটে।
জোশি এএফপিকে জানান, ওই বাড়িটিতে সন্দেহভাজন আরো বিদ্রোহী আশ্রয় নিয়েছে বলে সেনা সদস্যরা খবর পেয়ে অভিযান চালালে সেখানে আরেক জঙ্গি নিহত হয়। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এস.ডি. গোস্বামী বলেন, ‘এই অভিযানে দুই সৈন্য নিহত হয়েছেন।
পুলিশ জানায়, ও আরো দুই সৈন্য আহত হলে তাদের সামরিক হাসপালে ভর্তি করা হয়। বাসস