sliderবিনোদনশিরোনাম

ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে রাজপথে কবি লেখক শিল্পীরা

পতাকা ডেস্ক: ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদে ‘আধিপত্যবাদবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল’ করেছে জাতীয় কবিতা পরিষদ।

বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কৰি মোহন রায়হান। স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় কবিতা পরিষদের সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা।

মানববন্ধনে আরও বক্তব্য প্রদান রাখেন জাতীয় কবিতা পরিষদের সদস্য কবি মতিন বৈরাগী, কবি ও গীতিকার শহীদুল্লাহ ফরাজী, লেখক আব্দুল হাকিম মজুমদার, রাজনীতিক করিম শিকদার, কবি শ্যামল জাকারিয়া, কবি কামরুজ্জামান, কবি নুরুন্নবী সোহেল, কবি আসাদ কাজল, কবি রফিক হাসান, কবি এ বিএম সোহেল রশিদ, কবি সৈয়দ রনো, কবি ফরিদ ভূইয়া, কবি বাবু হাবিবুল ও কবি সুমনা নাজনীন। আরও উপস্থিত ছিলেন কবি শাহীন চৌধুরী, কবি আবীর বাঙালি, কবি রোকন জহুর, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি রি হোসাইন, কবি মতিউর রহমান মানু, চিত্রশিল্পী শাহীন আরিফ, শিল্পী হোসাইন, কবি সোহেল রহমান, কবি শুভ্র বনিক প্রমুখ।

মানববন্ধনের সভাপতি কবি মোহন রায়হান বলেন, আমরা কবি লেখক শিল্পীসমাজ কোন জাতি-রাষ্ট্রেরই স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকার অসম্মান সমর্থন করি না। যে বা যারাই ভারতের জাতীয় পতাকা অবমাননা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শাস্তি দাবি করছি। কিন্তু সেটাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ দূতাবাসসমূহে রাষ্ট্রীয় কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটছে- যা নিন্দনীয় এবং আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন পরিপন্থী। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।

স্বাগত বক্তব্যে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, আমরা অকৃতজ্ঞ নই। আমরা বন্ধুসুলভ এবং সৎ প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সম্মান রক্ষায় বাংলাদেশের প্রতিটি লেখক শিল্পী ও কবিরা লড়াইয়ের জন্য প্রস্তুত।।

যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা বলেন, ‘পতাকা অবমাননা জাতীয় বিবেকের অসম্মান। বিশ্বের প্রতিটি মানুষ আজ এই অন্যায়ের প্রতিবাদে সোচ্চার।’

অন্যান্য বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ও অবিলম্বে এর সুষ্ঠু বিচার দাবি করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অসংখ্য কবি লেখক শিল্পী অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button