sliderঅর্থনৈতিক সংবাদশিরোনাম
ভারতে পেঁয়াজ রফতানি বন্ধ করল তুরস্ক, দাম বাড়ার আশঙ্কা
ভারতে পেঁয়াজ রফতানি বন্ধ করছে তুরস্ক। ফলে দেশটির বাজারে ফের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তুরস্ক বিদেশে পিয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাজারে পিয়াজ কিনতে গিয়ে আরও কাঁদতে হতে পারে ক্রেতাদের।
সংবাদমাধ্যমটি জানায়, তুরস্কেও পিয়াজের দাম বেড়েছে। তাই দাম নিয়ন্ত্রণে আনতে আপাতত বিদেশের বাজারে পিয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ইস্তাম্বুল। তুরস্কের এই সিদ্ধান্তের ফলে ভারতে পিয়াজের দাম আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন দেশটির পাইকাররা।
আশঙ্কা করা হচ্ছে, এবার ভারতে পিয়াজের দাম ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে।
চলতি অর্থ বছরে সাত হাজার টনেরও বেশি পিয়াজ বিদেশ থেকে আমদানি করেছে ভারত। এর মধ্যে ৫০ শতাংশের বেশি পিয়াজই এসেছে তুরস্ক থেকে। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে মিসর ও চীন।
আনন্দবাজার।