sliderখেলা

ভারতের বিপক্ষে তরুণ ক্যারিবিয়ান

ভারতের বিপক্ষে শনিবার সাবিনা পার্কে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাকা হয়েছে নবাগত তরুণ পেসার আলজারি জোসেফকে। চলতি বছর অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে লিওয়ার্ড আইসল্যান্ডের ১৯ বছর বয়সী জোসেফ সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ক্যারিবীয়দের শিরোপার পিছনে জোসেফর ১৩ উইকেট প্রাপ্তি বিশাল ভূমিকা রেখেছে।
এন্টিগাতে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনিংস ও ৯২ রানে স্বাগতিকদের পরাজিত করেছে ভারত। দল নির্বাচন প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটির চেয়ারম্যান কার্টনি ব্রাউন বলেছেন, বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বোলিং বিভাগকে সামনে থেকে দূর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছেন আলজারি। এখন আমাদের পেশাদার কোচিং স্টাফদের অধীনে সে নিবিড় প্রশিক্ষণ ও দিক নির্দেশনা গ্রহণ করতে পারবে। বিশেষ করে ম্যানেজার হিসেবে কিংবদন্তী জুয়েল গার্নারের উপস্থিতি দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। টেস্ট দলকে আরো এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে এটা একটা ইতিবাচক পদক্ষেপ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, দেবেন্দ্র বিশু, জার্মেই ব্ল্যাকউড, কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্র্যাভো, রাজিন্দ্র চন্দ্রিকা, রোস্টান চেস, মিগুয়েল কামিন্স, শেন ডরউইচ, শ্যানন গ্র্যাব্রিয়েল, আলজারি জোসেফ, লিও জনসন, মারলন স্যামুয়েলস।

Related Articles

Leave a Reply

Back to top button