sliderকোলকাতাশিরোনাম

ভারতের নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল, শেষ হবে ১ জুন, গননা ৪ জুন

মনোয়ার ইমাম,কোলকাতা প্রতিনিধি: ভারতের লোকসভার নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশন রাজীব সিনহা। তিনি গতকাল প্রেস কনফারেন্সে যোগ দিয়ে বলেন যে আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভারতের প্রথম দফায় ভোট। এবং শেষ হবে আগামী ১ জুন। এবং ভোট ঘোষণা করা হবে আগামী ৪ জুন। ইতিমধ্যে ভারতের বিভিন্ন স্থানে টহল দিতে শুরু করেছে বিএসএফ ও সিআরপিএফ এর জওয়ানরা। সেই সঙ্গে যুক্ত করা হয়েছে ইন্দো তিব্বতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের। কড়া নিরাপত্তা এবং আধুনিক সি সি টি ক্যামেরা ব্যবহার করে নির্বাচন শুরু করবে দেশের নির্বাচন কমিশন। কোথাও ফাঁকা রাখতে চাইছে না। ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারতের নির্বাচন কমিশনের সদস্যরা। প্রতিটি বুথে বুথে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। অশান্তি ও কোন অপ্রকাশিত ঘটনা না ঘটে তার জন্য সবধরনের ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান ভারতের মুখ্য নির্বাচন কমিশন রাজীব সিনহা। ভারতের জম্মু ও কাশ্মীর থাকে শুরু করে ভারতের অরুণাচল প্রদেশ ও দক্ষিণ ভারতের লাক্ষাদ্বীপ ও বঙ্গোপসাগরে বুকে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জ থেকে পশ্চিম বাংলার সাগর ও গভীর সুন্দর বন এলাকা। এবং ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে থেকে মরু রাজ্যে রাজস্থান ও উত্তর প্রদেশ ও সিকিম সব যায়গায় লোকসভার নির্বাচন হবে। প্রথম শুরু হচ্ছে, ১৯ এপ্রিল। তার পর ২৬ এপ্রিল। তার পর ৭ মে, এবং ১৩ মে এবং ২০,২৫ মে। শেষ হবে আগামী ১ জুন। ভারতের লোকসভার নির্বাচন উপলক্ষে ভারতের বিজেপি এবং ভারতের জাতীয় কংগ্রেস ও তৃনমূল দল এবং এন সি পি আর জে ডি এবং শিবসেনা, আম আদমি পার্টি সহ বহু দল ভাগ নেবে। এবারের নির্বাচনে ভাগ্য পরিক্ষা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী ও অমিত শাহ, রাজনাথ সিঙ এবং লাল্লু যাদব ও সহ অখিলেশ যাদব, মায়াবতী এবং জম্মু ও কাশ্মীরের ফারুক আবদুল্লাহের। আগামী নির্বাচনে ২০২৪ কোন দল ক্ষমতা দখল করবে তার জন্য আগামী ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে সব রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে তাদের প্রার্থী কে বিজয়ী করার জন্য। পশ্চিম বাংলা র তৃনমূল দল এবং বিজেপি ও ভারতের জাতীয় কংগ্রেস ও বামফ্রন্ট ইতিমধ্যে তাদের দলের প্রচার শুরু করে দিয়েছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে বন্দুকের নল উচিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button