sliderবিনোদন

‘ভারতের তরুণরা পাকোড়া বেচারই যোগ্য’

দক্ষিণ ভারতের ‘উরু আদার লাভ’‌ ছবির ‘‌মানিকিয়া মালারইয়া’‌ গানটি প্রকাশিত হওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এই গানটির মূল আকর্ষণ প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। গানটিতে তার এক চোখ মারায় কুপোকাত হয়ে যান সহপাঠী তরুণ। সেই দৃশ্যকে কেন্দ্র করে এই তরুণীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন ভারতের মধ্যপ্রদেশের বিজেপি নেতা সঞ্জীব মিশ্র। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রিয়ার বিরুদ্ধে চিঠিই লিখে ফেলেছেন এই বিজেপি নেতা।
সম্প্রতি প্রিয়া প্রকাশের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা সাত লাখ ছাপিয়ে গেছে। তাতেই চটেছেন সঞ্জীব। বলেছেন, ‘‌যে দেশে কেবল একটি মেয়ের চোখ মারার জেরে ২৪ ঘণ্টার মধ্যে তার সাত লাখ ফলোয়ার হয়ে যায়, সে দেশের যুব সমাজ পাকোড়া বেচারই যোগ্য। এখন সারা দেশ জুড়ে কিছু না কিছু না কিছু পরীক্ষা চলছে। সেই সময় এমন ভিডিও পড়ুয়াদের ওপরে খারাপ প্রভাব ফেলছে। তাই ওই অভিনেত্রীর ভিডিও নিষিদ্ধ করা হোক।’
তবে এ ঘটনার সাথে পাকোড়ার প্রসঙ্গ টেনে আনায় অস্বস্তিতে বিজেপি শিবির। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকোড়া বিক্রিকে লোভনীয় কর্মসংস্থান বলায় সমালোচনার ঝড় উঠেছিল।

Related Articles

Leave a Reply

Back to top button