খেলা

ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

ইমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিবেশি দেশ দুটির মধ্যকার শ্বাসরুদ্ধকর এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এর আগে, টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে ওমর ইউসূফ সর্বোচ্চ ৬৬ রান করেন। এছাড়া সাইফ বদর ৪৭, হায়দার আলী ৪৩, রোহাইল নাজির ৩৫ এবং ইমরান রফিক ২৮ রান করেন।
ভারতের পক্ষে শিভাম মাভি, ঋত্বিক শোকেন এবং সৌরভ দুবে প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান করে। দলের পক্ষে সানভির সিংয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৬ রান। এছাড়া শাহরাত ৪৭, আরমান জাফর ৪৬ এবং চিন্ময় ২৮* রান করেন।
পাকিস্তানের পক্ষে সাইফ বদর এবং মোহাম্মদ হাসনাইন উভয়েই দুটি করে উইকেট লাভ করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে ২৩ নভেম্বর ফাইনালে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচ দুটিও মিরপুরে অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button