
ভোরের আলো ফোঁটার আগেই শহীদ মিনারে হাজির অভিনেত্রী ভাবনা। হাতে একগুচ্ছ ফুল। সঙ্গে একটা চিঠি। কিন্তু সেটা অসমাপ্ত। এমনই এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাগুনের অসমাপ্ত চিঠি’।
রোববার ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় চলে ছবিটির চিত্রধারণের কাজ। রিভেরি ফিল্মসের ব্যানার নির্মাণাধীন ‘ফাগুনের অসমাপ্ত চিঠি’র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ফয়সাল রাজিব।
মাত্র পাঁচ মিনিটের চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে, রুপন্তী সব সময় বাংলা ইংরেজির মিশিয়ে কথা বলতো। হঠাৎ তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়। তারপর একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে অন্যদের মত সেও ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায়। কিন্তু সে শুধু ফুল নয়, সঙ্গে একটি চিঠিও দিয়ে আসে। যা নিয়েই ‘ফাগুনের অসমাপ্ত চিঠি’।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে ভাবনা ছাড়াও অভিনয় করেছেন ওয়াহিদ ইকবাল মার্শাল, রাহাত রেজা, জুয়েল এবং বর্ষা। বাংলামেইল