sliderস্থানীয়

ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু

তপন দাস, নীলফামারী প্রতিনিধি: ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর তালার আঘাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্ত্রীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সদর উপজেলার হাতিবান্ধা জুম্মাপাড়া এলাকায়। জানা গেছে, ওই এলাকার রফিকুল ইসলামের পুত্র মামুন হোসেন সকালে স্ত্রী এক সন্তানের জননী মোছাঃ দিনা আক্তারের কাছে ভাত খেতে চায়। স্ত্রী দিনা হাতের কাজ শেষ করে স্বামীকে ভাত দিতে দেরী হওয়ায় ক্ষিপ্ত স্বামী মামুন তালা দিয়ে স্ত্রীর ঘারে আঘাত করে। স্থানীয়রা জানায়, দিনা আক্তারকে তার স্বামী মামুন প্রথমে হাসপাতালে নিয়ে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাকে রংপুরে নেয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু অবস্থা বেগতিক দেখে মামুন দিনাকে বাড়িতে নিয়ে আসে এবং উঠানে রেখে সটকে পরে। এদিকে দুপুর একটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন বলে সাংবাদিকদের জানান দিনার বড় ভাই মিনার হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button