sliderরাজনীতিশিরোনাম

ভাটারায় ঢাকা মহানগর উত্তর এবি পার্টির সমাবেশ অনুষ্ঠিত

পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ভাটারায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ আগস্ট শনিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সহ-সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন। বক্তৃতা করেন সদস্য সচিব সেলিম খান, যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব সুমাইয়া শারমিন ফারহানা ও লালন বাদশা।

বক্তৃতা কালে আলতাফ হোসাইন বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হয়েছে। দেশ গড়ার নতুন সংগ্রামে সবাইকে এবি পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরমধ্যে অনেকেই স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।
সমাবেশ শেষে আবুল হোসেনকে সমন্বয়ক, মাহবুব হোসেন ও নুর বানুকে সহ-সমন্বয়ক করে ভাটারা থানা কমিটি গঠন করা হয় ‌।

Related Articles

Leave a Reply

Back to top button