ফরিদপুর প্রতিনিধি: উপস্থিত ছিলেন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ, তারেক মাসুদ ফাউন্ডেশনের আহবায়ক ও ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, কমিউনিস্ট পার্টির ভাঙ্গা উপজেলা শাখার সদস্য সুবাস মন্ডল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ভাঙ্গা শাখার সভানেত্রী মাহমুদা হোসেন প্রমুখ।
ভাঙ্গায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬৮তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তারেক মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ, তারেক মাসুদ ফাউন্ডেশনের আহবায়ক ও ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, কমিউনিস্ট পার্টির ভাঙ্গা উপজেলা শাখার সদস্য সুবাস মন্ডল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ভাঙ্গা শাখার সভানেত্রী মাহমুদা হোসেন প্রমুখ।
উল্লেখ্য, তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মশিউর রহমান মাসুদ ও মাতা নুরুন্নাহার মাসুদ।