slider

ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিঃ পিলাপ মল্লিকের গণসংযোগ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে যশোর জেলার মনিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্য নিয়ে জার্মান আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রচার সম্পাদক ও মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি যুব সমাজের আইকন ইঞ্জিঃ পিলাপ মল্লিক (গোল্ডেন) উপজেলার বিভিন্ন ইউনিয়নে গুরুত্বপূর্ণ স্থানে ও স্থানীয় হাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গতকাল ও গতপরশু বুধবার ও বৃহস্পতিবার ( ৭ ও ৮ ফেব্রুয়ারী) উপজেলার মনিরামপুর শ্যামকুড় ও ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ।
গণসংযোগ কালে যুবলীগ নেতা শিপন সরদার, আনন্দ টিভির মনিরামপুর প্রতিনিধি মোঃ রাশেদ আলীসহ ইউনিয়ন আওয়ামীলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ যুব সমাজের ব্যাপক অংশ লক্ষ্য করা যায়।
উল্লেখ্য উপজেলা নির্বাচনকে সামনে রেখে পিলাপ মল্লিক মণিরামপুর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি গ্রামে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ ধরনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রাখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button