sliderজাতীয়শিরোনাম

ভবিষ্যত বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে ঐকমত্য কমিশন : আলী রিয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রিয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটি রোডম্যাপ তৈরি করা কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি বলেছেন, ‘স্বাধীনতার পর প্রথমবারের মতো, আমরা রাষ্ট্রীয় সংস্কারের জন্য একটি পদ্ধতি তৈরির সুযোগ পেয়েছি।’

আজ মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সাথে বৈঠকের শুরুতে এ কথা বলেন।

কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় উপস্থিত ছিলেন।

নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দীপুর নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন।

অধ্যাপক রিয়াজ বলেন, যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ চলতি বছরের ১৫ জুলাই শেষ হবে, তাই কমিশন এই সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে চায়।

সকলের সাথে আলোচনার পর একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

অধ্যাপক রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button