sliderস্থানীয়

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পথচারী মানসিক ভারসাম্যহীন রসিলা বেগম (৫৬)।বুধবার সকাল সাতটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রেজুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রসিলা বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশে মৃত অবস্থায় মহিলাটিকে পড়ে থাকতে দেখে উৎসুক দর্শকরা ভিড় জমায়। তাদের অনুমান কোন যানবাহনের ধাক্কায় সে মাটিতে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মুত্যুরবরণ করেছে। প্রাথমিকভাবে কেহই চিনতে পারেনি তাকে। তবে আমারা পুলিশে খবর দেই। পরে তার স্বামী মোসলেম উদ্দিন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন এবং বলেন মৃতার নাম রসিলা বেগম। সে আমার স্ত্রী। সে প্রায় ২২/২৩ বছর যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। মাঝে-মাঝে সে বাড়ি থেকে অন্যত্র চলে যায়। আবার খুঁজে বাড়িতে আনতে হয়। রসিলা রাতে বাড়িতেই ছিল। তবে বুধবার ভোর রাতের কোন এক সময়ে সবার অজান্তে সে বাড়ি থেকে বের হয়ে আসে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। লাশটির মাথায় আঘাত ছিল।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসাইন জানান, নিহত রসিলা বেগম ছিল মানসিক রোগী। সবার অগোচরে কোন যানবাহনের ধাক্কায় সে মৃত্যুররণ করেছে। যানবাহনটিকে শনাক্তের জন্য আমরা তৎপর রয়েছি।

Related Articles

Leave a Reply

Back to top button