নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে মাদক প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আটুয়া রাকুর মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কাউন্সিলর দুলাল হোসেনের সভাপতিত্বে ও জালাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শরিফুন্নেছা শিরিন, কাউন্সিলর সোনাভান বেগম, আলহাজ্ব গফুর মৃধা, ইউপি সদস্য বাবুল হোসেন প্রমূখ। পরে এলাকার জনসাধারণের মাঝে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ করে মেয়র জাকির।