
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের নগর কয়েন বাজার এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ সময় প্রাইভেট কারটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে চালক আহত হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মাথার হেলমেট ছিটকে ২০ ফুট উপরে উঠে সড়কের পাশে বাঁশের আগায় আটকে যায়।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে জানা গেছে, নিহতের বয়স আনুমানিক ৩৫, বাড়ি নাটোরের গুরুদাসপুর এলাকায়।