
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আনাফ হোসেন ও হুমাইরা খাতুন নামে দুই বছর বয়সী মামাতো ফুফাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আনাফ হোসেন একই গ্রামের সোহেল হোসেনের ছেলে এবং হুমাইরা পাবনার ফরিদপুরের থানাপাড়া এলাকার একরামুল ইসলাম নয়নের মেয়ে। হুমাইরা তার মায়ের সাথে নানীর বাড়ীতে বেড়াতে এসেছিল।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন আনাফ ও হুমাইরা বাড়ীর পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এরই এক পর্যায়ে সবার অগোচরে অসাবধানতা বসত শিশু দুটি পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে দীর্ঘসময় আনাফ ও হুমাইরার কোন সারা শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে বিভিন্ন স্থানে খোঁজা খুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের পুকুরের পানিতে শিশু দুইজনকে ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।