
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে একই দিনে চারটি দিবস যথাক্রমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন, জাতীয় ইঁদুর নিধন অভিযান, বিশ্ব হাত ধোয়া ও বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বরে পৃথক পৃথক ভাবে সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে র্যালী, সিমুলেশন (প্রদর্শনী) ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সৈকত আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মন্দির ভিত্তিক সরকারি অনুদান প্রদান করেন।