sliderস্থানীয়

বড়াইগ্রামে ছেলের কর্তনকৃত গাছের চাপায় মা নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ছেলে সহ কয়েকজন শ্রমিক কাটছিলো মেহগনি গাছ। অপরদিকে বৃদ্ধ মা ছাগলের জন্য পাতা কুড়াচ্ছিলো। আকস্মিক সেই কর্তনকৃত গাছটি মায়ের উপর পড়লে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত ওই মায়ের নাম জমেলা বেগম (৬০)। সে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মামুদপুর গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের স্ত্রী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মামুদপুর গ্রামের লুৎফর রহমানের মেহগনি বাগানে এ ঘটনাটি ঘটে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধার ছেলে বাবু সহ ৩জন শ্রমিক বাগানের মেহগনি গাছগুলো কাটছিলো। এ সময় অসাবধানবশত একটি গাছ তার মায়ের উপর পড়লে তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button