sliderস্থানীয়

বড়াইগ্রামে গ্রামীণ সড়ক থেকে কেটে নেয়া গাছ জব্দ, অভিযুক্তের বিচার দাবি

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের দক্ষিণ মালিপাড়া গ্রামে ঈমান আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রামীণ সড়কের প্রায় লক্ষাধিক লাখ টাকা মূল্যের সাতটি মেহগণি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ওই ব্যক্তির বাড়ির আঙ্গিনা থেকে গাছগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে গাছগুলো ভূমি অফিস চত্ত্বরে সংরক্ষিত আছে। তবে, শুধু গাছ জব্দ নয়, নিষেধ করার পরও সরকারি গাছ কাটার অপরাধে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

স্থানীয়রা জানান, উপজেলার মালিপাড়া বাজার থেকে গুনাইহাটিগামী পাকা সড়কের ধারে দক্ষিণ মালিপাড়া গ্রামে কালাম মাষ্টারের বাড়ির সামনে সাতটি বড় আকারের মেহগণি গাছ ছিলো। গত শুক্রবার ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে ঈমান আলী লোক দিয়ে গাছগুলো কেটে নেন। এভাবে প্রকাশ্যে সরকারী গাছ কেটে নেয়ায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঈমান আলী বলেন, গাছগুলো আমিই লাগিয়েছিলাম। কিন্তু এখন ভূমি অফিসের লোকজন এসে বলছে যে, গাছগুলো রাস্তার সীমানায় পড়েছে। তাই তারা গাছ নিয়ে গিয়েছে।

বুধবার সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু জানান, গাছগুলো সরকারি রাস্তার সীমানায় পড়েছে। ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাকে গাছগুলো কাটতে নিষেধ করেছিলেন। তারপরও তিনি সেগুলো কেটে নিলে খবর তার বাড়ি থেকে গাছগুলো জব্দ করা হয়েছে। নিয়মানুযায়ী এসব গাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারী তহবিলে জমা দেয়া হবে। এছাড়া উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সরকারি সম্পদের ক্ষতিসাধন করার অভিযোগে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Back to top button