slider
বড়াইগ্রামে কাভার্ড ভ্যান চাপায় আ’লীগের নেতা নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়াতে স্কয়ার কো¤পানির কাভার্ড ভ্যান চাপায় নিহত হয়েছেন পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমান খান (৬৫)। বৃহ¯পতিবার সকাল ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া খাদ্য গুদামের সামনে তার মোটরসাইকেলকে চাপা দেয় ওই কাভার্ড ভ্যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। নিহত সিদ্দিকুর রহমান খান বনপাড়া পৌর শহরের অফিস পাড়ার মৃত রাজেন খানের পুত্র। তিনি পেশায় একজন নির্মাণ ঠিকাদার।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, বনপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান চাপা দিলে তিনি মারাÍকভাবে জখম হন৷ পরে তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে।