sliderস্থানীয়

বড়চওনা ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ইউসুফ আলী ভূইয়ার পরামর্শ সভা

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার নবগঠিত বড়চওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইউসুফ আলী ভূইয়ার পক্ষে দলীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ জুন) মঙ্গলবার বিকেলে কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক সার্জেন্ট আবুল কাশেম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,নৌকার প্রার্থী ইউসুফ আলী ভূইয়া, জেলা পরিষদ সদস্য আনোয়ার তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে বি এম রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. জাকিয়া ইসলাম জুথি,সাবেক কাকমারি কলেজ এর জিএস আলমগীর হোসেন চাঁন,যুবলীগ নেতা কফিল উদ্দিন বিএসসি, সালেহ আহমদ মনির, ছাত্র লীগ নেতা ফেরদৌস বাপ্পি, সজীব আহমেদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম খান,উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক রিতা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের নেত্রী তাহমিনা আক্তার মিনা, আওয়ামী লীগ নেতা হাবিবউল্লাহ, লেবু মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হান্নান,উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক নুরুল সিকদার,কাকড়াজান ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, ডিএম রাজীব রাব্বি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ নানা শ্রেণীপেশার প্রায় দুই হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।

এসময় মাঃ আবু রায়হান রিপন এর কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইউসুফ আলী ভূইয়ার পক্ষে প্রচারণাসহ আগামী ১৭ জুলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করতে দলীয় পরামর্শ সভায় বর্তমান সরকারের উন্নয়ন আলোচনা করে বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Back to top button