sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

ব্লেয়ার বিশ্বের নিকৃষ্টতম সন্ত্রাসী : নিহত সেনাদের পরিবার

ইরাক ও আফগান যুদ্ধে নিহত ব্রিটিশ সেনাদের পরিবারগুলো সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বিশ্বের নিকৃষ্টতম সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। চিলকোট রিপোর্টের মাধ্যমে ২০০৩ সালে ইরাক যুদ্ধে ব্রিটেনের ভূমিকা জানার পর তারা এ মন্তব্য করেছে।
ব্রিটেনে এক সংবাদ সম্মেলনে ও’কোনোর নামে এক নারী বলেছেন, “বিশ্বের একজন সন্ত্রাসীর বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার দরকার রয়েছে যিনি হচ্ছেন সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী এবং তার নাম হচ্ছে টনি ব্লেয়ার।” ও’কোনোর হলেন ২০০৫ সালে ইরাক যুদ্ধে নিহত ব্রিটিশ সেনা বব ও’কোনোরের বোন। ও’কোনোরের সংবাদ সম্মেলনে আরো কয়েকজন নিহত সেনার পরিবার উপস্থিত ছিল। কোনোর জানিয়েছেন, তিনি এবং আরো কয়েকটি পরিবার টনি ব্লেয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। ও’কোনর বলেন, “সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করেছে কিন্তু এ কাতারে আমি টনি ব্লেয়ারকে যুক্ত করছি।”
চিলকোট রিপোর্টে বলা হয়েছে, ইরাক যুদ্ধ শুরুর আট মাস আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে ইরাকে হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত বুধবার বিশাল আকারের চিলকোট রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।
সূত্র : রেডিও তেহরান

Related Articles

Leave a Reply

Back to top button