sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

ব্রেক্সিটের নকশা প্রকাশ করেছে ব্রিটেন

ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার নকশা প্রকাশ করল ব্রিটেনের টেরেসা মে সরকার।
পার্লামেন্টের সম্মতি ছাড়া এই বিচ্ছেদের পথে (ব্রেক্সিট) এগোনো যাবে না বলে নির্দেশ দিয়েছিল ব্রিটিশ সুপ্রিম কোর্ট। পার্লামেন্টে ইতোমধ্যে বিপুল ভোটে পাশসহয়েছে ‘ইউরোপীয় ইউনিয়ন বিজ্ঞপ্তি বিল’। ফলে লিসবন চুক্তির ৩৫ নম্বর ধারা অনুযায়ী ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরে করতে পেরেছেন টেরেসা। এই প্রক্রিয়ার বিবরণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছে সরকার।
সম্প্রতি ল্যাঙ্কাস্টার হাউসে একটি বক্তৃতায় মোটের উপরে ব্রেক্সিটের নীল নকশা জানিয়েছিলেন প্রানমন্ত্রী টেরেসা মে। সেই বক্তৃতাতেই উল্লেখ করা ১২টি মূল বিষয় নিয়ে শ্বেতপত্র পার্লামেন্টে পেশ করেছেন মন্ত্রী ডেভিড ডেভিস। শ্বেতপত্রের গোড়ায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, সাফল্যের আশা নিয়েই ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার দরকষাকষি শুরু করছে সরকার।
শ্বেতপত্র অনুযায়ী, ‘ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস’-এর বিচার আর ব্রিটেনে চলবে না। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ায় যেসব আইন মেনে চলতে হতো সেগুলো এবার ব্রিটিশ আইন হিসেবে গণ্য হবে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত অন্য দেশের যেসব নাগরিক ব্রিটেনে থাকেন তাদের এখনই বহিষ্কারের পরিকল্পনা সরকারের নেই।
ইউরোপীয় ইউনিয়নের অঙ্গ হিসেবে মহাদেশের অভিন্ন বাজারের অঙ্গ ছিল ব্রিটেন। ব্রেক্সিটের পরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্যের নয়া চুক্তি করতে চায় সরকার। ব্যবসায়ী সংস্থা ও নাগরিকদের নয়া অবস্থার সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ করে দিতে ধাপে ধাপে প্রক্রিয়া চালু করা হবে।
বিচ্ছেদের চূড়ান্ত চুক্তি (দ্য গ্রেট রিপিল বিল) চূড়ান্তভাবে অনুমোদনের জন্য পার্লামেন্টে পেশ করবে সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button