sliderস্থানীয়

ব্যাপক উন্নয়নের জন্যই নৌকায় ভোট দিবেন – মমতাজ এমপি

মানিকগঞ্জ দক্ষিণ প্রতিনিধি : মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন, সরকার যে উন্নয়ন করেছে বিশেষ করে বিদ্যুৎ, রাস্তা ঘাট, স্কুল ভবন, কলেজ সরকারি করণসহ ব্যাপক উন্নয়নের কারণে আপনারা নৌকায় ভোট দিবেন। শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শানবান্ধা এলাকায় তিনটি ইউনিয়নের ৩৮টি পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, হরিরামপুর পদ্মা ভাঙন রোধে কাজ করছি, যখন কাজ দরকার, তখনই সরকার বরাদ্দ দিচ্ছে, আমি কাজ করেছি। মডেল মসজিদ নির্মান, স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক করেছে এ সরকার।
এসময় তিনি বলেন, সবাইকে কেন্দ্রে যেতে হবে, নিজের ভোট নিজে দিব, তবে ভোটটা আমাকে দিবেন, ভোটটা নৌকায় দিবেন।
ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনন্দ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলা ইউএনও জোতিশ্বর পাল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারা বেগম, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ভিপি শহিদ, পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Back to top button