খেলা

ব্যাটসম্যানদের রেকর্ডের দিনে ভারতের সহজ জয়

ক্রিকেট দলীয় খেলা। শুধু ব্যাটিং অথবা বোলিংয়ের চমক দিয়ে আধুনিক যুগে ম্যাচ জেতা কষ্টকর। দরকার হয় ভালো ফিল্ডিং ইউনিটেরও। আর সবগুলো বিভাগ একসাথে জ্বলে উঠলে খেলাটা হয়ে যায় সহজসাধ্য। মাঠে জমাট বাঁধা পারফরম্যান্সে তেমনই এক অনায়াস জয় পেল ভারত। সফরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৯০ রানে পরাজিত করেছে তারা।
টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের টপ অর্ডার এদিন গড়ে দারুণ দুটি রেকর্ড। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো প্রথম পাঁচ ব্যাটসম্যান করেন চল্লিশোর্ধ্ব রান। ওয়ানডে ইতিহাসেই এমন নজির আছে আর মাত্র ১০টি। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করে আউট হন রোহিত শর্মা। আর উদ্বোধনী জুটিতে ১৫৪ রান করার পথে শিখর ধাওয়ানের (৬৬) সাথে ওপেনিংয়ে চতুর্দশ সেঞ্চুরি জুটি গড়েন তিনি। ভেঙে ফেলেন শচীন টেন্ডুলকার ও বিরেন্দর শেবাগের ওপেনিংয়ে ১৩ সেঞ্চুরি জুটির রেকর্ড। এরপর বিরাট কোহলি (৪৩) ও আম্বাতি রাইডু (৪৭) অর্ধশতক মিস করেন। শেষদিকে মহেন্দ্র সিং ধোনির ৩৩ বলে অপরাজিত ৪৮ ও কেদার যাদবের ১০ বলে ২২ রানের ঝড়ে ৩২৪ রানের বিশাল সংগ্রহ পায় টিম ইন্ডিয়া।
ব্যাটসম্যানদের দুর্দান্ত প্রদর্শনীর পর বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই কিউই ব্যাটসম্যানদের চাপে রাখেন। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৩৪ রানে অলআউট হন তারা। শেষদিকে অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল ৪৬ বলে পাঁচ চার আর তিন ছক্কায় ইনিংসের সর্বোচ্চ ৫৭ রান করেন। ভারতের বাঁহাতি চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব ১০ ওভার বল করে ৪৫ রানে চার উইকেট নেন।
পরপর দুই ওয়ানডে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল বিরাট কোহলির দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button